Tuesday, February 22, 2011

নিজস্ব টিভির জন্য অর্ধকোটি টাকা চেয়েছে সংসদ


শরীফ খিয়াম, ২৩ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডটকম): সম্প্রতি পরীক্ষামূলকভাবে সম্প্রচারে যাওয়া জাতীয় সংসদের নিজস্ব টেলিভিশন চ্যানেল সংসদ বাংলাদেশের জন্য সরকারের কাছে অর্ধকোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সংসদ টেলিভিশনের সম্প্রচার কার্যক্রম পরিচালনার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে ওই টাকা চাওয়া হয়। সংসদ সচিবালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
সূত্র জানিয়েছে, অর্থ মন্ত্রণালয় এই টাকা ছাড় দিলে স্পিকারের অনুমতিসাপেক্ষে পিপিআর অনুযায়ী দরপত্র আহ্বান করে টেলিভিশনটির জন্য বিভিন্ন সরঞ্জাম ক্রয় ও অনুষ্ঠান নির্মাণ করা হবে। বর্তমানে টেলিভিশনটি বাংলাদেশ টেলিভিশনের ধারণকৃত অনুষ্ঠান সম্প্রচার করায় কোনো ব্যয় হচ্ছে না। জানা গেছে, সংসদ বাংলাদেশ টেলিভিশনের জন্য গাড়ি ভাড়া, ক্যাসেট, ডিভিডি, আসবাবপত্র যেমন-আলমারি, টেবিল, সোফা, চেয়ার, এসি, লাইটিং, পর্দা ক্রয়, বহির্দৃশ্য ধারণ, আলোচনা অনুষ্ঠান, গান পরিবেশনা, আপ্যায়ন, প্রিভিউকমিটির বৈঠকের জন্য সম্মানী ও অন্যান্য বাবদ সম্ভাব্য ব্যয় হিসেবে অর্ধকোটি টাকা বরাদ্দ চাওয়া হয়। সূত্র আরো জানায়, সংসদ টেলিভিশনটি জুন পর্যন্ত পরিচালনার জন্য সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে আলোচনা অনুষ্ঠান বা টক শোর জন্য। ৫০টি অনুষ্ঠানের জন্য প্রতিটি ৫০ হাজার টাকা ব্যয় হিসেবে সর্বমোট ২৫ লাখ টাকা ব্যয় হবে। আসবাবপত্র বাবদ সাড়ে ৭ লাখ টাকা খরচ চাওয়া হয়েছে। প্রিভিউ কমিটির সদস্যদের সম্মানী ও বৈঠক বাবদ সাত সদস্যের কমিটির ৩০টি বৈঠকের (প্রতিমাসে ৬টি করে) জন্য ৩ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। ওই কমিটিতে সংসদ সচিবালয়ের পক্ষে ৬ জন ও বিটিভির পক্ষে একজন সদস্য থাকবেন। প্রতিটি বৈঠকে জনপ্রতি খরচ দেখানো হয়েছে দেড় হাজার টাকা। সে হিসাবে প্রতিটি বৈঠকে ব্যয় হবে ১০ হাজার ৫শ টাকা।
অন্যদিকে, প্রতিটি গানের জন্য শিল্পী সম্মানী, নির্দেশনা, ক্যামেরাম্যান, পিয়ন ও সেট নির্মাণ বাবদ ৪ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এ বছরের জুন পর্যন্ত ৫০টি গানের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ২ লাখ টাকা। ১শ ৮৪ মিনিটের ৫০টি ডিভিডির জন্য ১ লাখ ৩০ হাজার, ১শ ৮০ মিনিটের ১শটি ডিভিডির (দর্শন/প্রক্ষেপণ) দাম বাবদ ধরা হয়েছে ৫ হাজার টাকা। ৯৪ মিনিটের ৫০টি ক্যাসেটের (বহির্দৃশ্য ধারণ) দাম ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। এছাড়া প্রতিদিন সংসদ অধিবেশনসহ বিভিন্ন অনুষ্ঠান ধারণ করার জন্য বিভিন্ন ধরনের ক্যাসেটের ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ৮৫ হাজার টাকা। গাড়ি ভাড়া বাবদ ব্যয় ধরা হয়েছে ৩ লাখ টাকা। এছাড়া আপ্যায়ন ভাতা হিসেবে ২ লাখ এবং অন্যান্য মোট ১ লাখ ৯৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এসব মিলিয়েই মোট সম্ভাব্য ব্যয় ধরে অর্ধকোটি টাকা বরাদ্দ চেয়েছে সংসদ সচিবালয়।
(শীর্ষ নিউজ ডটকম/ এসকে/ এনএম/ ০০.১০ ঘ.)