Sunday, February 20, 2011

সাতকানিয়ায় ছাত্রলীগের হামলায় আ.লীগের সভা পণ্ড

 চট্টগ্রামের সাতকানিয়ায় শনিবার রাতে আওয়ামী লীগের বর্ধিত সভায় হামলা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এ সময় তাদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন কয়েকজন আওয়ামী লীগ নেতা। মাঝপথে পণ্ড হয়ে গেছে স্থানীয় কেওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভা। পুলিশ ঘটনাস্থল থেকে নাজিমউদ্দিন নামে ছাত্রলীগের এক ক্যাডারকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে সাতকানিয়া সদরের কেরানীহাটস্থ মজিদ মার্কেটের ৩য় তলায় কেওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা চলছিল। ইউনিয়ন আওয়ামী লীগের প্রায় ৩০ নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন। সভায় ছাত্রলীগ সভাপতি আবু সালেহর নেতৃত্বে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, অত্যাচার-নির্যাতনের সমালোচনা করে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতারা। সভা চলাবস্থায় রাত পৌনে ৮টার দিকে এ খবর পেয়ে ছাত্রলীগ সভাপতি আবু সালেহর নেতৃত্বে ২০/২২ জনের একদল সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে সেখানে উপস্থিত হয় এবং কেন আবু সালেহর সমালোচনা করা হয়েছে জানতে চায়। এ সময় তারা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওসমান গণি সিকদারের শার্টের কলার টেনে ধরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তাকে বাঁচাতে এগিয়ে গেলে আরো কয়েকজন নেতাকেও লাঞ্ছিত করে তারা। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং ছাত্রলীগ ক্যাডার নাজিমকে আটক করে থানায় নিয়ে যায়।
ওসমান গণি সিকদার শীর্ষ নিউজ ডটকমকে জানান, আমাদের মিটিং চলাকালে সন্ত্রাসী আবু সালেহর নেতৃত্বে যুবলীগ-ছাত্রলীগ নামধারীরা হামলা চালায়। তারা আমাকে লাঞ্ছিত করেছে এবং মেরে ফেলার হুমকি দিয়েছে। তারা জামায়াত-শিবির ও রাজাকারদের দোসর। তাদের সাথে মূল সংগঠনের কোনো সম্পর্ক নেই। কোনো চাঁদাবাজ, সন্ত্রাসীর ছাত্রলীগে ঠাঁই নেই।

মৌলভীবাজারে যুবলীগ নেতার রগ কেটেছে ছাত্রলীগ কর্মীরা

 মৌলভীবাজারে সাবেক ছাত্রলীগ নেতা তাজের অনুসারীরা জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সেলিম হকের পায়ের রগ কেটে দিয়েছে। আজ রোববার দুপুরে শহরের শ্রীমঙ্গল রোড এলাকায় এ ঘটনা ঘটে। তাজ ও সেলিম দু'জনের বিরুদ্ধেই সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
জানা গেছে, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক সেলিম হকের ভাগ্নে শিমুলের সাথে ছাত্রলীগ কর্মী রফির মারামারি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুর ১টার দিকে ছাত্রলীগ কর্মীরা শহরের শ্রীমঙ্গল সড়কে সেলিম হকের ওপর হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা সেলিমের পায়ের রগ কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় সেলিমকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ জাকারিয়া শীর্ষ নিউজ ডটকমকে জানান, সেলিমের অনুসারীরা প্রথমে তাদের কর্মীদের ওপর কলেজে হামলা চালায়। এরপর শ্রীমঙ্গল রোডে সন্ত্রাসী হামলায় সেলিম আহত হন। তবে হামলাকারী কারা সেটা তাদের জানা নেই। এ ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা তাজ বা তিনি জড়িত নন বলে জানান।

ঝিনাইদহে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত

 ঝিনাইদহের শৈলকুপায় ইউপি নির্বাচনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, আসন্ন ইউপি নির্বাচনে নিজেদের আধিপত্যকে ধরে রাখতে আড়ুয়াকান্দি গ্রামের যুবলীগ নেতা আজাদুর রহমান ও সাবেক ইউপি মেম্বার মোকাদ্দেস হোসেনের কর্মী সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুর ১টায় তারা ঢাল, ফালা, সড়কি, রামদাসহ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শফিকুল, আশরাফুল, রোকন, মোশারফ, কুদ্দুস, সেন্টু, বিপুলসহ ২০ জন আহত হয়। আহতদের ঝিনাইদহ ও শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম শীর্ষ নিউজ ডটকমকে জানান, সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থতি নিয়ন্ত্রণে আছে।