Sunday, February 20, 2011

ঝিনাইদহে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত

 ঝিনাইদহের শৈলকুপায় ইউপি নির্বাচনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, আসন্ন ইউপি নির্বাচনে নিজেদের আধিপত্যকে ধরে রাখতে আড়ুয়াকান্দি গ্রামের যুবলীগ নেতা আজাদুর রহমান ও সাবেক ইউপি মেম্বার মোকাদ্দেস হোসেনের কর্মী সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুপুর ১টায় তারা ঢাল, ফালা, সড়কি, রামদাসহ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শফিকুল, আশরাফুল, রোকন, মোশারফ, কুদ্দুস, সেন্টু, বিপুলসহ ২০ জন আহত হয়। আহতদের ঝিনাইদহ ও শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম শীর্ষ নিউজ ডটকমকে জানান, সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থতি নিয়ন্ত্রণে আছে।