Jokes কৌতুক

 কৌতুক
শিক্ষক: করিম, একটা বড় শব্দ বলো তো।
করিম: রাবার।
শিক্ষক: এটা তো ছোট শব্দ।
করিম: টানলে বড় হবে স্যার।

শিক্ষক: আওরঙ্গজেবের তিন পুত্রের নাম বলো তো।
ছাত্র : পারি না স্যার।
শিক্ষক: পারবে না ভালো কথা। কিন্তু সোজা হয়ে দাঁড়ানোর মুরোদ নেই!
ছাত্র: মনে পড়েছে স্যার—সুজা, দারা ও মুরাদ।


তিন পাগল একসঙ্গে বসে গল্প করছে।
প্রথম পাগল: পুরো এশিয়া মহাদেশ আমার।
দ্বিতীয় পাগল: পুরো পৃথিবীটাই আমার।
তৃতীয় পাগল: তোরা সবকিছু তোদের বলছিস। কেন? আমি কি তোদের কাছে এগুলো বিক্রি করেছি?


এক ভীতু লোক নদীতে গোসল করতে গেছে।
ভীতু লোক: ওহে, জেলে ভাই, নদীতে সাপ নেই তো?
জেলে: না ভাই, সাপ নেই।
ভীতু লোক: তাহলে নিশ্চিন্তে গোসল করা যায়।
জেলে: হ্যাঁ, করা যায়। কিন্তু সাবধানে করতে হবে।
ভীতু লোক: কেন?
জেলে: কুমির আছে। এই কুমিরই সব সাপ খেয়ে শেষ করেছে।


শিক্ষক: আমি ক্লাসে তোমাদের বলেছি কখন আমের চারা লাগাতে হয়, কীভাবে তার যত্ন নিতে হয়। এবার বলো, কখন আম পাড়তে হয়?
ছাত্র: আমগাছের মালিক ঘুমিয়ে থাকলে স্যার।


রুবেল-গোড়ান ঢাকা,
More Jokes................. Come in Soon......................