Thursday, March 24, 2011

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু’গ্রুপে আবারও সংঘর্ষ হয়েছে। এতে দু’গ্রুপের ১৫ জন আহত হয়েছে।


জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দু’গ্রুপে আবারও সংঘর্ষ হয়েছে। এতে দু’গ্রুপের ১৫ জন আহত হয়েছে। 

Wednesday, March 16, 2011

ছাত্রলীগ-শিবির সংঘর্ষ


নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানানো নিয়ে রংপুরের কারমাইকেল কলেজ ও কক্সবাজার সরকারি কলেজে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষে ৭০ আহত হয়েছে। গ্রেফতার হয়েছে ৩৩ জন।

Wednesday, March 9, 2011


RwpwŠykdMk xgmðxgbøwlËtk xhxo AcøweK W.mkyf GdwiÖl KxgkËK   eÞwYdwËmk   ÉixK   xbËtËQ  
Qw¢lyËMk bÖûKÚZKwkykw„ MZ kwZ Ìowtw 9Uw ÌaËK 10Uwk iËcø xhxo’k iÖËVwËfwËd (01756210990) GoGiGo Ggv Ìfwd KËk G ÉixK Ìbtw pt gËl Rwdw ÌMËQ„ 



xgmððxgbøwlt eÞxZËgbK
gwvlwËbm eÞËK#ml xgmðxgbøwlËt (gÖËtU) oiwRZwxìèK Qw¢fÝËëUk xZd ÌdZwk Iek Qw¢lyM ÌdZwKiêykw bÖB bfw pwilw PwxlËtËQ„ AwpZËbk iËcø bÖBRdËK XwKw ÌixWKøwl KËlR pwoewZwËl hxZê Kkw pËtËQ„ AwpZkw pËld­ gÖËtU Qw¢fÝËëUk AwpµwtK ÌM#Zi K×iwk Ìb, owcwkY oóewbK iwiÖd ÌiwËmêb I XwKw xgmðxgbøwlt mwLwk opohwexZ mwpwbwZ xdlt„ NUdwk eÞxZgwb Ggv ÌdZwKiêyËbk Iek pwilwKwky Qw¢lyM ÌdZwKiêyËbk gxpûKwk I xgPwËkk bwxgËZ xgËqwh xixQl I oiwËgm KËkËQ Qw¢fÝëU„ 

Monday, March 7, 2011

ত্রিপোলির দখল নিয়ে তুমুল লড়াই


ঢাকা, ৬ মার্চ (শীর্ষ নিউজ ডেস্ক): লিবিয়ার রাজধানী ত্রিপোলি দখল নিয়ে মুয়াম্মার গাদ্দাফি অনুগত বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। শনিবার রাত থেকে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলেও রোববার সকাল

লন্ডনে প্রদর্শিত হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্ম


ঢাকা, ৭ মার্চ (শীর্ষ নিউজ ডেস্ক): লন্ডনে প্রদর্শিত হতে যাচ্ছে বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসোর আঁকা অমূল্য শিল্পকর্ম গ্রিন লিভস এন্ড বাস্ট। আজ সোমবার লন্ডনের টেড মডার্ন গ্যালারিতে এ শিল্পকর্মটি জনসাধারণের সামনে প্রদর্শন করা হবে।

মুসলমানদের হেয় করার প্রতিবাদে টাইমস স্কয়ারে বিক্ষোভ


ঢাকা, ৭ মার্চ (শীর্ষ নিউজ ডেস্ক): যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলিম জনগোষ্ঠীর সম্পর্কে কংগ্রেস কমিটিতে শুনানির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। রোববার হিপহপ মোগল নামে পরিচিত রাসেল সাইমন ও ইমাম ফয়সাল আব্দুর রউফের নেতৃত্বে বৃষ্টি উপেক্ষা করে শতাধিক মুসলিম নিউয়র্কের টাইমস স্কয়ারে এ বিক্ষোভ করে।

গাড়িচাপায় ঢাবি ছাত্র নিহত\ ক্যাম্পাস রণক্ষেত্র


বিশ্ববিদ্যালয় রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশের সারিতে যুক্ত হল আরেকটি নাম। বিশ্ববিদ্যালয় হারাল আরেক মেধাবীকে। অল্প কিছুদিন পরই যে লেখাপড়া শেষ করে বাবা মা আত্মীয়স্বজনদের স্বপ্ন পূরণ করার কথা ছিল। আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে যে একদিন ভর্তি হয়েছিল এ বিশ্ববিদ্যালয়ে। আজ সে নেই। সব কিছু শেষ হওয়ার আগেই চলে যেতে হল তাকে। গাড়ি চাপায় অকালে ঝরে গেল তার প্রাণ। শনিবার রাত ২টা ৫ মিনিটে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে তাকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। 

শেকৃবিতে ছাত্রলীগের দু'গ্রপের সংঘর্ষ: আহত ৫


 মেয়েঘটিত বিরোধের জের ধরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নামে দু'গ্রুপ ছাত্রের মধ্যে সংঘর্ষেও ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অন্তত ৫ ছাত্র। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের হস্তক্ষেপে ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

বুয়েটে ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়েছে ছাত্রফ্রন্ট

 (শীর্ষ নিউজ ডটকম): বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর নেতা-কর্মীদের ওপর ক্যাম্পাসে আজ শনিবার দুপুরে হামলা চালিয়েছে ছাত্রলীগ। হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংগঠনের নেতা-কর্মীরা সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা দোষীদের গ্রেফতারপূর্বক বিচার দাবি করেন।

ঢাবিতে সাংবাদিক জবাইয়ের হুমকি ছাত্রলীগ নেতার

 (শীর্ষ নিউজ ডটকম): এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক জবাই করার হুমকি দিলো এক ছাত্রলীগ নেতা। ছাত্রলীগ সম্পর্কে রিপোর্ট করায় এ হুমকি দেয়া হয় বলে জানা গেছে। ঘটনাটি ঘটে আজ রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে । 

ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ, টিচার্স ট্রেনিং কলেজ বন্ধ

 (শীর্ষ নিউজ ডটকম): ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে আজ সোমবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে। নাসির ও মিথুন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর টিচার্স ট্রেনিং কলেজ বন্ধ করে দেয়া হয়।