Monday, March 7, 2011

লন্ডনে প্রদর্শিত হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্ম


ঢাকা, ৭ মার্চ (শীর্ষ নিউজ ডেস্ক): লন্ডনে প্রদর্শিত হতে যাচ্ছে বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসোর আঁকা অমূল্য শিল্পকর্ম গ্রিন লিভস এন্ড বাস্ট। আজ সোমবার লন্ডনের টেড মডার্ন গ্যালারিতে এ শিল্পকর্মটি জনসাধারণের সামনে প্রদর্শন করা হবে।
গত বছর পিকাসোর আঁকা এ ছবিটি একটি নিলামে ১০৬.৫ মিলিয়ন ডলারে বিক্রি করা হয়। তখন থেকে এখন পর্যন্ত এ ছবিটি বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্ম হিসেবে বিবেচিত। পিকাসো ১৯৩২ সালে দেয়ার ওয়ালটারের মারি শীর্ষক কবিতা অবলম্বনে ছবিটি আঁকেন। ন্যুড এ ছবিটির নাম তিনি রাখেন গ্রিন লিভস এন্ড বাস্ট।
সোমবার টেড গ্যালারিতে এর প্রদর্শনীর ব্যাপারে গ্যালারির ডিরেক্টর নিকোলাস সিরোতা বলেন, এটি পিকাসোর একটি অনন্য চিত্রকর্ম। আমরা ব্রিটিশ জনগণের সামনে ছবিটি প্রদর্শন করতে পেরে উদ্বেলিত।