Monday, March 7, 2011

বুয়েটে ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়েছে ছাত্রফ্রন্ট

 (শীর্ষ নিউজ ডটকম): বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর নেতা-কর্মীদের ওপর ক্যাম্পাসে আজ শনিবার দুপুরে হামলা চালিয়েছে ছাত্রলীগ। হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সংগঠনের নেতা-কর্মীরা সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা দোষীদের গ্রেফতারপূর্বক বিচার দাবি করেন।


মাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুজ্জামান সাকন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তমাল এক যুক্ত বিবৃতিতে জানান, বুয়েট ছাত্রলীগ এর কিছু নেতাকর্মী দীর্ঘদিন ধরে হলে আধিপত্য, ক্যান্টিনে ফাও খাওয়া ও চাঁদাবাজি করে আসছে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর প্রতিবাদ জানায়। যে কারণে আজ বেলা ১টায় ক্যাফেটারিয়ার সামনে ছাত্রলীগ বুয়েট শাখার যুগ্ম আহ্বায়ক রনক আহসানের নেতৃত্বে বিতু, ফাইরুজ, মোকাম্মেল, পলাশ, সামি, মম, রানা, লিমন, সবুজ ২০/২৫ জন ছাত্রফ্রন্টের নেতাকর্মীর ওপর হামলা চালায়। হামলায় ফ্রন্টের সদস্য মুনিম বিন গনি, জয় ভট্টাচার্য, মেজবাউল হক রাজন, তানভীর হানা তন্ময়সহ কয়েকজন আহত হয়েছে। হামলা শেষে ছাত্রফ্রন্টের রুমে প্রবেশ করে কম্পিউটার, মোবাইল লুটের পর মূল্যবান জিনিসপত্রে অগি্নসংযোগ করেছে। প্রশাসন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি।