Monday, March 7, 2011

মুসলমানদের হেয় করার প্রতিবাদে টাইমস স্কয়ারে বিক্ষোভ


ঢাকা, ৭ মার্চ (শীর্ষ নিউজ ডেস্ক): যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলিম জনগোষ্ঠীর সম্পর্কে কংগ্রেস কমিটিতে শুনানির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। রোববার হিপহপ মোগল নামে পরিচিত রাসেল সাইমন ও ইমাম ফয়সাল আব্দুর রউফের নেতৃত্বে বৃষ্টি উপেক্ষা করে শতাধিক মুসলিম নিউয়র্কের টাইমস স্কয়ারে এ বিক্ষোভ করে।
শুনানিতে যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মৌলবাদী তৎপরতা এবং এ বিষয়ে মুসলিম নেতাদের দৃষ্টিভঙ্গির সমালোচনা করা হয়। গত বছর টাইমস স্কয়ারে গাড়ি বোমা হামলার পরিকল্পনা এবং ২০০৯ সালে টেক্সাসে ফোর্ট হুড হামলার প্রেক্ষিতে এ শুনানি অনুষ্ঠিত হয়। এ বিষয়ে রিপাবলিকান কংগ্রেসম্যান এবং হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান পিটার কিং বলেন, একাধিক প্রত্যক্ষদর্শীর ভাষ্য নিয়েই মুসলিমদের দায়ী করা হয়েছে। কিছু কিছু মুসলিম লিডার যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া কয়েকটি সন্ত্রাসী হামলার তদন্তের ব্যপারে পুলিশ ও এফবিআইকে সহায়তা করছে না বলেও অভিযোগ করেন তিনি। এদিকে মুসলিম সংগঠনগুলো এ শুনানির ফলে তাদেরকে অন্যায়ভাবে সমাজ থেকে আলাদা করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে