Monday, March 7, 2011

ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ, টিচার্স ট্রেনিং কলেজ বন্ধ

 (শীর্ষ নিউজ ডটকম): ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে আজ সোমবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে। নাসির ও মিথুন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর টিচার্স ট্রেনিং কলেজ বন্ধ করে দেয়া হয়। 


প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে অভ্যন্তরীণ কোন্দলের জেরে এক গ্রুপ অপর গ্রুপের এক কর্মীকে মারধর করে। এতে দুপুর আড়াইটার দিকে ছাত্রলীগের নাসির গ্রুপ ও মিথুন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় আহত হয় ১০ নেতাকর্মী। গুরুতর আহতরা হলেন- কবির হোসেন, গৌরব চাকমা, বিল্লাল, খাইরুল ইসলাম ও দিপু মারমা।

খবর পেয়ে নিউ মার্কেট থানা পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেফতার ও বিপুল পরিমাণ বাঁশ ও কাঠের লাঠি, রড ও ধারালো অস্ত্র উদ্ধার করে।

নউ মার্কেট থানার এসআই জাহাঙ্গীর শীর্ষ নিউজ ডটকমকে জানান, ৪ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।