Monday, March 7, 2011

শেকৃবিতে ছাত্রলীগের দু'গ্রপের সংঘর্ষ: আহত ৫


 মেয়েঘটিত বিরোধের জের ধরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নামে দু'গ্রুপ ছাত্রের মধ্যে সংঘর্ষেও ঘটনা ঘটেছে। আজ বুধবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে অন্তত ৫ ছাত্র। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের হস্তক্ষেপে ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।


সূত্র জানায়,
ছাত্রলীগের

 উত্তরবঙ্গ গ্রুপের লেভেল-১, সেমিস্টার-১ এর কৃষিবিজ্ঞান বিভাগের ছাত্র কবির একই বিভাগের এক মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়। অন্যদিকে দক্ষিণবঙ্গ গ্রুপের এক ছাত্রও ওই মেয়েকে প্রেম নিবেদন করে আসছিল। এ ঘটনার জের ধরে আজ বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। রাত ১০ টার দিকে উত্তরবঙ্গ গ্রুপের প্রধান বাসার ও দক্ষিণবঙ্গ গ্রুপের প্রধান সেতু'র নেতৃত্বে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ৫ শিক্ষার্থীর আহতের খবর পাওয়া গেছে। রাত ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ক্যাম্পাসের অভ্যন্তরে এ ব্যাপারে আলোচনায় বসে। 
প্রসঙ্গত, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ নামে দু'টি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।