Monday, March 7, 2011

গাড়িচাপায় ঢাবি ছাত্র নিহত\ ক্যাম্পাস রণক্ষেত্র


বিশ্ববিদ্যালয় রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশের সারিতে যুক্ত হল আরেকটি নাম। বিশ্ববিদ্যালয় হারাল আরেক মেধাবীকে। অল্প কিছুদিন পরই যে লেখাপড়া শেষ করে বাবা মা আত্মীয়স্বজনদের স্বপ্ন পূরণ করার কথা ছিল। আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে যে একদিন ভর্তি হয়েছিল এ বিশ্ববিদ্যালয়ে। আজ সে নেই। সব কিছু শেষ হওয়ার আগেই চলে যেতে হল তাকে। গাড়ি চাপায় অকালে ঝরে গেল তার প্রাণ। শনিবার রাত ২টা ৫ মিনিটে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে তাকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়। 
নিহত শিক্ষার্থী রেজোয়ান ঢাবির আরবি বিভাগের মাস্টার্সের ছাত্র। সে এফ রহমান হলের ৩০৪ নম্বর রুমের আবাসিক ছাত্র। গ্রামের বাড়ি বরিশালের কোতয়ালী থানার পলাশপুরে। পিতার নাম আলাউদ্দিন ও মাতার নাম আরিফা বেগম। তিন ভাই এক বোনের মধ্যে তার অবস্থান দ্বিতীয়। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মতিঝিলে আরবি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে হিমালয় পরিবহনের কর্মীদের সংঘর্ষে রেজোয়ানসহ চার ছাত্র আহত হয়। রাত আড়াইটার দিকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে সে মারা যায়।