Monday, March 7, 2011

ত্রিপোলির দখল নিয়ে তুমুল লড়াই


ঢাকা, ৬ মার্চ (শীর্ষ নিউজ ডেস্ক): লিবিয়ার রাজধানী ত্রিপোলি দখল নিয়ে মুয়াম্মার গাদ্দাফি অনুগত বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়েছে। শনিবার রাত থেকে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলেও রোববার সকাল
থেকে এ লড়াই তীব্র হয়ে উঠে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, ত্রিপোলিতে ব্যাপক গোলাগুলি চলছে। ভারী অস্ত্রশস্ত্র থেকে ছোড়া মুহুর্মুহু গুলির শব্দে ত্রিপোলির অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঠিক কোথায় এবং কাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। এদিকে গাদ্দাফি অনুগত সেনাবাহিনী দাবি করেছে, ত্রিপোলি এখনো তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। তারা বলেছে, গোলাগুলি নয় এটা আতশবাজির শব্দ। 
লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির পদত্যাগের দাবিতে গত দু'সপ্তাহ আগে বিক্ষোভ শুরু হওয়ার পর রাজধানী ত্রিপোলিতে এটাই প্রথম বড় ধরনের সংঘর্ষের ঘটনা। 
রোববার লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে গাদ্দাফি আবারো দেশে সহিংসতার জন্য আল কায়দাকে দায়ী করেছেন। বিদ্রোহীরা তার এ বক্তব্যকে ভিত্তিহীন ও গা বাঁচাবার চেষ্টা বলে মন্তব্য করেছে। তারা গাদ্দাফির পতন ছাড়া আর কিছু ভাবছে না বলেও জানিয়েছে।