Thursday, February 17, 2011


যৌন কেলেঙ্কারির দায়ে বিচারের মুখোমুখি হচ্ছেন বারলুসকোনি

ডেস্ক রিপোর্ট
অবশেষে বিচারের মুখোমুখি হচ্ছেন ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি। আগামী ৬ এপ্রিল তার বিচার শুরু হবে। তার বিরুদ্ধে রুবি নামের ১৭ বছর বয়সী এক পতিতার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। বিচারক ক্রিস্টিনা ডি সেনসা শিগগিরই মিলানের প্রোসিকিউটরদের প্রধানমন্ত্রী বারলুসকোনির বিরুদ্ধে আদালত গঠনের নির্দেশ দিয়েছেন। 
এর আগে ইটালির আইনজীবীরা বারলুসকোনিকে বিচারের সম্মুখীন হওয়ার আহ্বান জানানোর পর মঙ্গলবার বিচার শুরুর তারিখ ঘোষণা করা হয়। আইনজীবীরা বলেছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির যে অভিযোগ উঠেছে তার প্রমাণ রয়েছে এবং এ ধরনের ঘটনা সত্যিই ঘটেছে। 
প্রথমদিকে বারলুসকোনি এ সব অভিযোগ অস্বীকার করলেও রুবিকে পুলিশ আটক করার পর ঘটনার সত্যতা পাওয়া গেছে। এদিকে, সমপ্রতি একটি পার্টিতে রুবি প্রধানমন্ত্রীর সঙ্গে যৌন সম্পর্কের কথা অস্বীকার করেন। তবে তার কাছ থেকে এক পার্টিতে উপঢৌকন হিসেবে ৬ হাজার ইউরো নেয়ার কথা স্বীকার করেছেন। গত রোববার তার পদত্যাগের দাবিতে ইটালির অন্তত ৬০টি শহরে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেন।