Wednesday, February 23, 2011

পঞ্চম পরমাণুশক্তিধর বৃটেনকে ছাড়িয়ে যাচ্ছে পাকিস্তান


মানবজমিন ডেস্ক: পরমাণু অস্ত্রের সংখ্যার দিক থেকে পাকিস্তান বিশ্বের পঞ্চম বৃহত্তম পরমাণু শক্তিধর দেশ হিসেবে পরিচিত বৃটেনকে অচিরেই ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। বৃটেনের ডেইলি মেইল এক রিপোর্টে বলছে পাকিস্তান এমন একটি সময়ে সংখ্যার দিক থেকে বৃটেনকে টেক্কা দিতে যাচ্ছে যখন তারা নিজেরাই সন্ত্রাসীদের পক্ষ থেকে ভয়াবহ হুমকির সম্মুখীন হচ্ছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, গত দুই বছরে পাকিস্তানের পরমাণু অস্ত্রের মজুদ প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় এখন সেখানে পরমাণু অস্ত্রের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। এর অর্থ হচ্ছে এ অঞ্চলের সবচেয়ে অস্থিতিশীল দেশ হিসেবে পরিচিত পাকিস্তান পরমাণু অস্ত্রের সংখ্যার দিক থেকে বৃটেন এবং এ অঞ্চলে তাদের প্রতিবেশী প্রতিদ্বন্দ্বী ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। পাকিস্তানে সমপ্রতি প্লুটোনিয়াম এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ইউরেনিয়াম উৎপাদন বৃদ্ধির প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র তাদের উপাত্ত বিশ্লেষণ করেছে। কিছু কিছু বিশেষজ্ঞ অবশ্য পাকিস্তানের পরমাণু অস্ত্রের সংখ্যা ১১০টি হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছেন। পাকিস্তানের বিভিন্ন স্থানে এসব অস্ত্র মজুদ রাখা হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করলেও অনেকে বলছেন প্রধান বিমান ঘাঁটির কাছেই সেগুলো রাখা হয়েছে। পাকিস্তানের কাছে এতো বিপুল পরিমাণে পরমাণু অস্ত্র থাকার বিষয়টি এখন সেখানকার ত্রাণ সহযোগিতার ওপর প্রভাব ফেলবে। বিশেষ করে সেখানে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয়টি বিশেষভাবে প্রভাবিত করবে। এখন প্রশ্ন উঠছে, যেখানে বিপুল সংখ্যক জনতা দারিদ্র্যের মধ্যে বাস করছেন সেখানে পরমাণু অস্ত্রের ব্যয় জারদারি প্রশাসন কিভাবে মেটাচ্ছেন। গত বছর পাকিস্তানের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য আন্তর্জাতিক ভাবে লাখ লাখ ডলার তোলা হয়েছে। পাকিস্তানের পরমাণু অস্ত্র সন্ত্রাসীদের হাতে পড়তে পারে বলে যে আশঙ্কা করা হচ্ছে এক্ষেত্রে সেটা আরও ঘনীভূত হবে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের পরমাণু কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত বেশ কিছু বিজ্ঞানীরও আল-কায়েদার প্রতি দুর্বলতা রয়েছে বলে পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন। এ ধরনের অভিযোগে পাকিস্তানের বেশ কয়েকজন বিজ্ঞানীকে এর আগে আটকও করা হয়েছিল।