Friday, February 18, 2011

ইসলামী বিপ্লবের ভয়ে পশ্চিমারা ভীত : খামেনি


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ইরানের ইসলামী বিপ্লব মধ্যপ্রাচ্য ও গোটা বিশ্বের জন্য একটা আদর্শে পরিণত হয়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যে গণজাগরণ শুরু হয়েছে তা সুনির্দিষ্ট আদর্শ ছাড়া সফল হওয়া সম্ভব নয়। এ কারণে শত্রুরা এখন ইরানকে প্রতিরোধ ও দুর্বল করার চেষ্টা করছে। শত্রুরা কোনোভাবে ইরানকে মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য আদর্শে পরিণত হতে দিতে চায় না। এসব চিন্তা থেকে পশ্চিমা কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে এবং অবরোধ আরোপ করছে। এছাড়া মানবাধিকার লঙ্ঘনের অসত্য অভিযোগ তুলে তারা পানি ঘোলা করারও চেষ্টা করছে। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইসলামী বিপ্লব বিজয় লাভের পর শত্রুরা ইরান সরকারকে দুর্বল করতে অব্যাহত প্রচেষ্টা চালিয়েছে। এ জন্য তারা ভিত্তিহীন নানা অভিযোগে তেহরানের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে এবং ইরাককে দিয়ে ইরানের ওপর আট বছরের যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। এসব শত্রু দেশ তেহরানকে দুর্বল করার জন্য ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যার কর্মসূচি নিয়েছে। তবে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান দিন-দিন উন্নতির দিকে এগিয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি। ইরানের বিরুদ্ধে পশ্চিমা কয়েকটি দেশের অপপ্রচারের বিষয়ে সর্বোচ্চ নেতা বলেন, ইরান থেকে মানুষ যাতে মুখ ফিরিয়ে নেয় এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক জনমত বিগড়ে যায় সে জন্য এসব করা হচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, বিশ্বের বলদর্পী শক্তিগুলো যাই বলুক না কেন ইসলামী প্রজাতন্ত্র ইরান ঠিকই শক্তিশালী হয়ে উঠেছে এবং নানা ক্ষেত্রে দারুণ উন্নতি করেছে। শত্রুরা ইরানের সরকারকে দুর্বল করার জন্য যত চেষ্টা চালাবে ইরান তত বেশি শক্তিশালী হয়ে উঠবে বলে তিনি উল্লেখ করেন। মিসর ও তিউনিসিয়ায় যে বিপ্লব হয়েছে তা ইরানের ইসলামী বিপ্লব থেকে অনুপ্রাণিত বলেও মন্তব্য করেন তিনি। আয়াতুল্লাহ খামেনি বলেন, ইরান গত ৩২ বছর ধরে যে প্রতিরোধ চালিয়ে এসেছে তারই ফল হচ্ছে আজকের মুলিম বিশ্বের জাগরণ।