Friday, February 25, 2011

২০৫ রানেই আটকে গেল বাংলাদেশ


বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে অবশেষে ২০৫ রানে অলআউট হয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। অবশেষে স্বাগতিকরা ৪৯.২ ওভারে টাইগাররা সব উইকেটে ২০৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ইনিংসে বাংলাদেশ ৪৮.৪ ওভাবে ২০০ রান পূর্ণ করে।
পঞ্চম উইকেট জুটিতে মুশফিকুর রহিম ও রকিবুল হাসান বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ১৪৭ রানে মুশফিক বিদায় নেন। এ দুই জন পঞ্চম উইকেট জুটিতে ৬১ রান সংগ্রহ করেন। মুশফিক ও রকিবুল ধীর গতিতে রান তুলে ক্রিজ আকড়ে থাকার চেষ্টা চালান। মুশফিক ৬৬ বলে ৩৬ রান করে ডকরেলের বলে আউট হয়েছেন। মুশফিকের পর মোহাম্মদ আশরাফুল মাঠে নামলেও ৬ বল মোকাবেলা করে ১ রানে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর রকিবুল ব্যক্তিগত ৩৮ রানে রান আউটের শিকার হলে চরমভাবে বিপর্যয়ে পড়ে সাকিব বাহিনী।
যদিও স্বাগতিক দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস ইনিংসের দারুন সূচনা করেন। উদ্বোধনী জুটিতে মাত্র ৬.৩ ওভারেই স্বাগতিকরা ৫৩ রান সংগ্রহ করে। কিন্তু হঠাৎ করেই বাংলাদেশ ইনিংসে ছন্দপতন ঘটে। মাত্র ১৯ রানের ব্যবধানে প্যাভিলিয়নে ফিরেন ওপেনার ইমরুল কায়েস, তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকী। এরপর দলীয় ৮৬ রানের মাথায় অধিনায়ক সাকিব আল হাসান বিদায় নিলে দারুন চাপে পড়ে স্বাগতিকরা। ব্যক্তিগত ১৬ রানে বোথার বলে কট এন্ড বোল্ড হন সাকিব।
শুক্রবার মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপের বি-গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক বাংলাদেশ ও আয়ারল্যান্ড। ম্যাচটি শুরু হয় স্থানীয় সময় দুপুর আড়াইটায়। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগার দলপতি সাকিব আল হাসান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। বাংলাদেশের ইনিংস শুরু করতে নামেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। এ দুইজন ইনিংসের শুরুতেই চড়াও হন আইরিশ বোলাদের উপর। কিন্ত দলীয় ৫৩ রানে জন মুনির বলে ইমরুল কায়েস বিদায় নিলে টাইগাররা প্রথম উইকেট হারায়। এরপর ব্যাক্তিগত ৩ রানে রান আউট হন জুনায়েদ। আইরিশরা সবচেয়ে বড় আঘাত আনে ৪৪ রান তামিম ইকবালকে ফিরিয়ে দিয়ে। তামিম ৭ চারে ৪৪ রানে যখন আউট হন তখন বাংলাদেশের সংগ্রহ ১১.১ ওভারে ৬৮ রান। তামিমকে আউট করেন আইরিশ বোলার আন্দ্রে বোথা।
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে মিডল অর্ডার ব্যাটসম্যান ও স্পিনার মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে খেলেন মোহাম্মদ আশরাফুল।
 ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডটকম)