Friday, February 25, 2011

প্রশিক্ষণ ছাড়াই চালানো যাবে সাবমেরিন


সম্প্রতি দক্ষিণ কোরিয়াভিত্তিক সাবমেরিন নির্মাতা প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে ব্যবহার উপযোগী সাবমেরিন তৈরি করেছে যেটি কোনোরকম প্রশিক্ষণ ছাড়াই চালানো সম্ভব। সমুদ্র তলদেশের সৌন্দর্য উপভোগ করতে এই সেমি-সাবমেরিনটি নিয়ে ডুবে থাকা যাবে আট ঘণ্টারও বেশি সময়। খবর ম্যাশএবল-এর।
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইগো কম্প্যাক্ট নামের এই সেমি-সাবমেরিনটি তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার রাওনহেজ।
জানা গেছে, এই সাবমেরিনটি পুরো পানির নিচে ডুবে থাকে না বরং পন্টুনের মতো ভেসে থাকে। সাবমেরিনটির একটি পানিনিরোধী কমপার্টমেন্ট মাঝ বরাবর পানির মধ্যে ঝুলে থাকে। আর সাবমেরিনটিতে লাগানো ব্যাটারির সাহায্যে দ্রুতগতিতে আট ঘণ্টারও বেশি সমুদ্র নিচে ঘুরে বেড়ানো যায়। জানা গেছে, বিভিন্ন রিসোর্ট, বা ইয়টের মতোই মজা করে সমুদ্রে ঘোরার মজা নিতে ব্যবহার করা যাবে এই সেমি-সাবমেরিন।