Saturday, February 19, 2011

কম্পিউটার গেমের জন্য মাকে হত্যা


ঢাকা, ১৯ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডেস্ক): কম্পিউটার থেকে গেম ডিলিট করায় ১৬ বছরের বালক হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে তার মাকে হত্যা করেছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফিলাডেলফিয়ায় এ নৃশংস ঘটনা ঘটেছে। হত্যাকারী বালক কেন্ডাল অ্যান্ডারসন আদালতে এ হত্যার কথা স্বীকার করেছে।আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, কম্পিউটার থেকে পছন্দের গেম ডিলিট করায় ১৬ বছরের বালক কেন্ডাল অ্যান্ডারসন তার মায়ের ওপর চরমভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে ঘুমন্ত অবস্থায় মা রাশিদাকে পেরেক টেনে তোলার হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে। ২০ বার আঘাত করার পরেও মারা না যাওয়ায় সে তার মাকে টেনে নিয়ে যায় কিচেনে। সেখানে ওভেনে ঢুকিয়ে পোড়ানোর চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে সে চেয়ারের পায়া দিয়ে তার মাথায় আঘাত করে মারাত্মক ভাবে জখম করে। পরে মৃত্যু নিশ্চিত হলে মৃতদেহ বাড়ির পিছনে আবর্জনা দিয়ে ঢেকে রাখে। পুলিশ আবর্জনার স্তূপ থেকে তার মায়ের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
নীল রঙের ডোরাকাটা পোলো শার্ট ও সাধারণ ট্রাউজার পরে আদালতে হাজির হয় কেন্ডাল অ্যান্ডারসন। আদালতে সে তার দোষ স্বীকার করেছে। তবে এখন সে খুবই অনুতপ্ত। দোষ স্বীকারের পরে সে বলে, আমি সত্যিই মাকে মিস করছি। একমাত্র সেই আমার যত্ন করত। পুলিশকে দেয়া বিবৃতিতে এ বালক বলে যে, সে প্রথমে সিদ্ধান্ত স্থির করতে পারছিল না যে মাকে তার হত্যা করা ঠিক হবে কি না। প্রায় ৩ ঘণ্টা দ্বিধা দ্বন্দ্বে কাটানোর পরে সে তার মাকে হত্যা করেছে।