Saturday, February 19, 2011

বৃটেনের রাজকীয় বিয়েতে নিমন্ত্রণ পাওয়ার দাবিতে অনশন


 বৃটেনের প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ পাওয়ার দাবিতে মেক্সিকোর বৃটেন দূতাবাসের সামনে অনশন করছে এক কিশোরী। ১৯ বছর বয়সী এস্টিব্যালিস শ্যাভেজ দূতাবাসের গেটের কাছে একটি নীল তাঁবুতে অবস্থান করেই বৃটেনের কাছে তার দাবি জানাচ্ছেন। তিনি জানিয়েছেন গত নয় দিনে তিনি পানি ছাড়া আর কিছুই খাননি। ‘রাজকীয় বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বঞ্চিত করে তারা কি আমার মৃত্যু দেখতে চায়’- পোস্টারে লিখে দূতাবাসের গেটের কাছে অনশন করছেন শ্যাভেজ। প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনের একটি হাস্যোজ্জ্বল ছবির নিচে অন্য একটি ব্যানারে শ্যাভেজ লিখেছেন ‘এটা আমার একমাত্র স্বপ্ন’। শ্যাভেজের এই অনশনের ব্যাপারে দূতাবাসের পক্ষ থেকে এখনও কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। শ্যাভেজ বলেছেন, তার মা প্রয়াত প্রিন্সেস ডায়ানার ভক্ত ছিলেন। তার জন্মের সময় মা মারা যান। এ জন্য তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি অবশ্যই প্রিন্স উইলিয়ামের বিয়ের অনুষ্ঠানে অংশ নেবেন। শ্যাভেজ আরও বলেন ‘বৃটিশ দূতাবাস ইচ্ছে করলেই এ ব্যাপারে বৃটেনে কথা বলতে পারে। কিন্তু তারা তা করছে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি সে অনুষ্ঠানে যেতে পারছি না আমি অনশন চালিয়ে যাব’। আগামী ২৯শে এপ্রিল ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে এই যুগলের বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।