Saturday, February 19, 2011

লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে নিহত ২৪

সরকার বিরোধী বিক্ষোভকারীদের দমানোর উদ্দেশে লিবিয়ার পুলিশের গুলিতে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ২৪ জন বিক্ষোভকারী নিহত হওয়ার খবর জানায়। ‘ক্ষোভ দিবসে’ এ মৃত্যুর ঘটনা ঘটেছে। এইচআরডব্লিউ-এর বিবৃতিতে বলা হয়, ‘জীবন রক্ষার দরকার না হলে সরকারের উচিত মারণাস্ত্রের ব্যবহার বন্ধ করা। আর গুলি করার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করা উচিত।’
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ‘মানুষের মত প্রকাশের স্বাধীনতা’ দেয়ার জন্য লিবিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। ইইউ-এর মুখপাত্র ব্যারোনেস অস্টন বলেন, ‘সব ধরনের সংঘর্ষ এড়াতে সহিষ্ণুতা প্রদর্শনেরও আহ্বান জানাচ্ছি আমরা।’
এর আগে বার্তা সংস্থা আইএএনএস জানায়, লিবিয়ার উত্তর-পশ্চিমের শহর আল-বাইদা ও পশ্চিমের বেনগাজিতে সরকার বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ১২ জন মারা গেছে। মিসর ও তিউনিসিয়ার জনপ্রিয় অভ্যুত্থানের অনুসরণে বিক্ষোভকারীরা বৃহস্পতিবার ‘ক্ষোভ দিবস’ আহ্বান করে। মুয়াম্মার গাদ্দাফির ৪১ বছরের শাসনের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করে। তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। বিক্ষোভকারীদের ওয়েবসাইট ও বেসরকারি সংগঠনগুলোকে উদ্ধৃত করে আল-অ্যারাবিয়া বার্তা সংস্থা জানায়, নিরাপত্তা বাহিনী ও ‘বিপ্লবী কমিটি’র সদস্যরা আল-বাইদা শহরে শান্তিপূর্ণ তরুণ আন্দোলনকারীদের ওপর গুলি চালায়, এতে অন্তত ৬ জন মারা যায়। এদিকে, নিরাপত্তা বাহিনীর গুলিতে বেনগাজি শহরেও ৬ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যায়। আহত হয়েছে অন্তত ৩৬ জন। উল্লেখ্য, কর্নেল গাদ্দাফি আরব বিশ্বের নেতাদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন। তেলসমৃদ্ধ লিবিয়ায় ১৯৬৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন গাদ্দাফি।